শেখ রাজীব হাসান:
গাজীপুরের টঙ্গীর ৪৯নং ওয়ার্ডে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নবনির্মিত ৪তলা দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার মজিদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় আওয়ামীলীগের সভাপতি মোস্তফা ভুট্টুর সভাপতিত্বে এবং যুবলীগের সভাপতি আব্দুল জলিল গাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতি,সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,আওয়ামীলীগ নেতা হাজী মো: তকবীর হোসেন,আবু আলম, ইদ্রিস গাজী,দেলোয়ার হোসেন আকন্দ,জুয়েল হোসেন জয়,মো: ইমাম হোসেন,কাজী মঞ্জুর,রেজাউল করিম,সোহেল রানা আলী,রুবিনা বেগম,মো: মো: রুমান দেওয়ান,মো: আতাহার আলী, মো:মুলহাশ মৃধা, মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। সারাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রাস্তাঘাট,বিদ্যুৎ,কালভাট,শিক্ষা,স্বাস্থ্য দেশ আজ উন্নয়নের রোল মডেল।গাজীপুরে শিক্ষা স্বাস্থ্য’রাস্তাঘাট উন্নয়নে শত শত কোটি টাকার উন্নয়নের কাজ চলছে।এই গাজীপুরকে শহর হিসেবে গড়ে তুলার লক্ষ,সাধারণ মানুষের জীবনমান পাল্টে দেয়ার জন্য সরকার কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। শেখ হাসিনা সরকার জনগণের সরকার,উন্নয়নের সরকার,মানবিক সরকার।মায়ানমার থেকে পালিয়ে আশা ৭ লক্ষ রোহিঙ্গাকে আবাসনসহ খাদ্য সহযোগিতা দিয়ে যাচ্ছে।করোনা মহামারিতে সরকার জনগণের পাশে সার্বিক সহযোগিতা কার্যকর অব্যাহত রেখেছেন।আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। তাই আগামীতেও আপনারা নৌকার পক্ষে থেকে কাজ করে দলকে আরো শক্তিশালী করবেন। ৪৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।